উত্তরদিনাজপুর

তৃনমূল ও নির্দল কর্মী সমর্থকদের সংঘর্ষ, ঘটনায় আহত এক মহিলা সহ ছয়জন

তৃনমূল  কংগ্রেস ও নির্দল কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হলেন এক মহিলা সহ ছয়জন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার তাপসার বেতবাড়ি গ্রামে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে। আহতদের স্থানীয় লোধন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোট পরবর্তী হিংসা অব্যাহত উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এলাকায়। ওই এলাকায় পঞ্চায়েত ভোটে তৃনমূল প্রার্থী জয়ী হওয়ার পর থেকে এলাকায় প্রতিনিয়ত হুমকি দিত শাসক দলের কর্মী সমর্থকেরা বলে অভিযোগ। এদিন তৃনমূল কংগ্রেস সমর্থকেরা নির্দল কর্মী সমর্থকদের হুমকি দেওয়ার পাশাপাশি মারধোর শুরু করে। সেই সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ওই সংঘর্ষে এক মহিলা সহ ছয়জন আহত হয়। আহতদের তড়িঘড়ি স্থানীয় লোধন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গোয়ালপোখর থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।